বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:০১ অপরাহ্ন

কেরানীগঞ্জে কবরস্থানের বৈদ্যুতিক তার চুরি, অন্ধকারে নিমজ্জিত কবরস্থান

দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের পূর্ব ঈমামবাড়ি উঁচু কবরস্থান। ছবি সংগৃহীত

কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে একটি কবরস্থানের বাতি ও মৃতদের দাফনকালে ব্যবহৃত বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এতে রাতের আঁধারে কবরস্থানটি এখন প্রায় অন্ধকারে নিমজ্জিত।

দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের পূর্ব ঈমামবাড়ি উঁচু কবরস্থানে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় গত ৩ অক্টোবর কবরস্থানের খাদেম বীর মুক্তিযোদ্ধা মো. আলী জান বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

আলী জান বলেন, প্রতিদিনের মতো গত ২৯ সেপ্টেম্বর রাতে কবরস্থানের কাজ শেষে বাসায় ফিরি। পরদিন ৩০ সেপ্টেম্বর ভোরে এসে দেখি, কবরস্থান থেকে প্রায় চার কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

আরেক খাদেম মো. শাহীন বলেন, কবরস্থানে সাত থেকে আটটি ল্যাম্পপোস্ট রয়েছে। তার চুরি হওয়ায় সেগুলোর বাতি এখন বন্ধ। তাই রাতে মৃতদের দাফনেও সমস্যা হচ্ছে। আপাতত দুটি বাতি দিয়ে পুরো কবরস্থান আলোকিত রাখছি।

আগানগর এলাকার বাসিন্দা কফিল উদ্দিন চৌধুরী বলেন, কবরস্থান এলাকায় সিসি ক্যামেরা নেই। সেই সুযোগে দুর্বৃত্তরা তারগুলো চুরি করে নিয়ে গেছে। তিনি আরও বলেন, এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা উচিত।

নাম প্রকাশ না করার শর্তে পূর্ব ইমামবাড়ি এলাকার এক বাসিন্দা বলেন, ঘটনার আটদিন পার হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এমন ঘটনায় দোষীদের শাস্তি না হলে ভবিষ্যতে আবারও এমন ঘটনা ঘটতে পারে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আখতার হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com