বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় কোভিট-১৯ এর ভ্যাক্সিন প্রদানে জনসচেতনতা সৃষ্টি ও গুজব রোধকল্পে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনাকালীন সেচ্ছাসেবীদের সাথে মত বিনিময় করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসাক মোঃ মিজানুর রহমান।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভাটি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাইন উদ্দিন প্রমূখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানগণ সহ সেচ্ছাসেবী ও সাংবাদিক বৃন্দ ওই মত বিনিময় সভায় অংশগ্রহন করেন।