বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

ভালুকায় সাংবাদিক হেনস্তাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: সচিবালয়ে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকা উপজেলার সাংবাদিকরা হেনস্তাকারীদের বিচার দাবিতে বুধবার (১৯মে) দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কের উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন।

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের শাস্তি দাবি করে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভালুকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ খান, দৈনক যুগান্তর ভালুকা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল, প্রথমআলো প্রতিনিধি মাহমুদুল হাসান ফুরাত, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক কালের কন্ঠ ভালুকা প্রতিনিধি মোকলেছুর রহমান মনির, ইত্তেফাক সংবাদদাতা কামরুজ্জামান মানিক, আনন্দ টিভি ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, নয়া দিগন্ত সংবাদদাতা আসাদুজ্জামান ফজলু, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি আক্কাছ আলী, যায়যায়দিন প্রতিনিধি সফিউল্লাহ আনসারী, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন, দৈনিক অধিকার ভালুকা প্রতিনিধি এসএম মিজানুর রহমান মজনু, বিজনেজ বাংলাদেশ প্রতিনিধি মোকলেছুর রহমান মামুন, নবচেতনা প্রতিনিধি আল আমিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com