বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় অসাবধানতার কারণে রিক্সার চাকায় গলার উড়না পেচিয়ে ১০ম শ্রেণীর এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) বেলা পৌনে বারোটায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের সাতেঙ্গা (মোড়ল বাড়ী) এলাকার মোঃ রহুল আমিন মাষ্টারের মেয়ে ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী সেজুতি আক্তার (১৫) বৃহস্পতিবার সকালে ভালুকায় আসার পথে অসাবধানতার কারণে অটোরিক্সার চাকায় গলার উড়না পেচিয়ে গুরুতর আহত হলে দ্রুত তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।