মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার আংগারগাড়া গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত আয়াত (০৭) চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ঢাকা ধানমন্ডি টুয়েন্টি প্লাস হাসপাতালে মারা যান। নিহত আয়াত একই উপজেলার ঢাকুরিয়া গ্রামের আজাহারের একমাত্র সন্তান।
পরিবারের লোকজন জানান, ২২ জানুয়ারী আংগারগাড়া এ রহমান আইডিয়াল স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র আয়াত (৭) বিদ্যালয় ছুটির পর বাসায় যাওয়ার পথে আংগারগাড়া পশ্চিম বাজার ওই গ্রামের কবির হোসেনের মটরসাইকেল বাচ্চাটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে। এতে ওই শিশুটি মাথায় প্রচন্ড আঘাত পান। খোঁজ পেয়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে ভালুকা পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শিশুটির অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা ধানমন্ডি টুয়েন্টি প্লাস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকালে মারা যায়।
বিদ্যালয়ের প্রধান আতাউর রহমান কামাল জানান, শিশুটি প্রথম শ্রেনীতে পড়তো। মটর সাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, নিহত শিশুটির লাশ উদ্ধার করে থানা মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।