সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ‘এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহের ভালুকায় পালিত হয়েছে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে বিশ্ব অটিজম দিবসের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন প্রমুখ।