বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ভালুকায় মহান বিজয় দিবস উপলক্ষে করোনাকালীন দুঃসময়ে উপজেলায় বিভিন্ন স্থানে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরনে বিশেষ অবদানকারী পুরুষ্কার প্রাপ্ত ব্যাক্তিত্ব, তারুণ্যদীপ্ত শিল্পপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন প্রতি বছর শীতকালীন মৌসুম জুরেই নিজ উদ্যোগে ও অর্থায়নে শীতবস্ত্র বিতরন করেন।
তারই ধারাবাহিকতায় এবারও শীতের শুরুতেই ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার দিনভর নেতাকর্মীদের নিয়ে বাটাজোর এবং তালাব বাজারে শীতবস্ত্র হিসেবে কয়েক হাজার অসহায় দরিদ্রদের মধ্যে কম্বল, সোয়েটার বিতরণ করেছেন।
ভালুকায় ১০ বছর ধরে সুপ্তি সুয়েটার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, তরুন শিল্পপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন আহবায়ক, শিক্ষানুরাগি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন করোনা কালীন দুঃসময়ে ত্রাণ বিতরণ এবং বিভিন্ন ভাবে মসজিদ, মাদ্রাসা, স্কুল, সামাজিক প্রতিষ্ঠান ও অনুষ্ঠানে নানা সহযোগিতা প্রদান করে আসছেন।
বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন কাচিনা ইউনিয়ন বিএন পি এর সহ-সভাপতি সেলিম তালুকদার, ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবক দলের সাহিত্য বিষয়ক সম্পাদক এমরামুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রার্থী মোঃ শরীফ হাসান, সজীব মাহমুদ, মোস্তাক আহমেদ, ছাত্রনেতা শাকিব, ইমরান সরকার, মোজাম্মেল হক, সুজন, ফয়সাল সরকার, আনিছ, আল আমিন, তায়েফ, কামাল হোসাইন, আরাফাত ইসলাম, জাহিদুল লিখন, পারভেজ, ইলিয়াস, আশিক রনি মন্ডল, আতিক সাবেক ছাত্রনেতা মাসুদ, মুফাজ্জল, ওয়াসিম, আতিক প্রমুখ।