শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

ভালুকায় হুমকি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় মামার বিরুদ্ধে অবৈধ পন্থায় গাড়ি ছিনিয়ে নেয়ার হুমকি ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ভাগনে মো. মোফাজ্জল হোসেন বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকার একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার মো. কাদের আলীর ছেলে মো. মোফাজ্জল হোসেন জানান, ২০২৪ সালের ১২ জুন তার মামা শাহাবুদ্দিনকে সাথে নিয়ে কুড়িল বিশ্বরোড এলাকার সিলেক্ট অটো নামে টয়োটা শো-রুম থেকে একটি এক্স নোয়া গাড়ি কিনেন। গাড়ি সম্পর্কে ধারণা না থাকায় মামাকে নিয়ে যান অভিভাবক হিসাবে। তখন পর্যায়ক্রমে ২০ লক্ষ ৭০ হাজার টাকা জমা দেন শো-রুমে। প্রথম মানি রিসিটে মামার নাম লিখে শো-রুম কর্তৃপক্ষ। এই সুযোগেরই অসৎ ব্যবহার শুরু করেন মামা। ওই মানি রিসিটের উপর ভিত্তি করে দাবি করে বসেন গাড়ি। এ বিষয়ে তার মামা বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সংবাদও প্রকাশ করার তার পক্ষে এবং বিভিন্ন ভাবে তাকে হুমকি-ধমকি দিয়ে আসছেন।

তিনি আরও জানান, ব্যাংক লোনসহ গাড়ির যাবতীয় কাগজপত্র করেন তার পিতা কাদের আলীর নামে। কিন্তু একটা মানি রিসিটে মামার থাকায় তিনি গাড়িটিই দাবি করে বসেন। তার মামা তার কাছে ২০ লক্ষ ৭০ হাজার টাকা চাঁদা দাবি করছেন। এবিষয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন বলেও জানান।

অপরদিকে গাড়ির শো-রুম কর্তৃপক্ষও মানহানীর অভিযোগে শাহাবুদ্দিনের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেছেন। সবশেষে মো. মোফাজ্জল হোসেন তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চাঁদাবাজ শাহাবুদ্দিনের কঠিন বিচার দাবি করেন।

এ বিষয়ে শাহাবুদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গাড়িটি তিনিই ক্রয় করেছেন। তার যাবতীয় কাগজপত্র রয়েছে। কাগজপত্র দেখতে চাইলে হোয়াটস অ্যাপে পাঠানোর কথা বলে আর পাঠাননি।

সিলেক্ট অটোর ম্যানেজার মোঃ ফরিদ উদ্দিন জানান, শাহাবুদ্দিন বিভিন্ন জায়গায় তার ও তার প্রতিষ্ঠানের নামে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। যা তার ও তার প্রতিষ্ঠানের সম্মানহীন করছে। তাই তিনি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানীর মামলা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com