সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

ভালুকায় বাসের ধাক্কায় মিল শ্রমিক নিহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া আজমেরি গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সবুজ মিয়া (২২) নামে এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।

জানা যায়, শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টায় উপজেলার নিশিন্দা নরটেক্স টেক্সটাইল মিলস লিঃ এর রিং সেকশনের অপারেটর সবুজ মিয়া (২২) ডিউটি শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পারাপারের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিশিন্দা নামক স্থানে ময়মনসিংহগামী বেপরোয়া আজমেরি গ্লোরী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৩৩) যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হলে শিল্প পুলিশের সহায়তায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সবুজ মিয়া পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার রায়ের গ্রাম এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানা’র ওসি রিয়াদ মাহমুদ পিএিম জানান, রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক মিল শ্রমিক নিহত হয়েছে। নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। ঘাতক বাসটি হাইওয়ে থানায় আটক আছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com