সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

ভালুকায় বন বিভাগের বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের ধামশুর মৌজার আখালিয়া গ্রামে উদ্ধারকৃত ৩ একর বনভূমিতে (৪ জুলাই) সোমবার দুপুরে গর্জন ও ঔষধি গাছ লাগিয়ে বৃক্ষরোপন অভিযান ২০২২ এর উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দীন আহম্মেদ ধনু।

তিনি সকলের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন অভিযান সফল করতে এ কর্মসূচী। তিনি প্রত্যেকের বাড়ীতে অন্তত ৫টি করে ফলজ ও বনজ বৃক্ষের চারা লাগানোর আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক হারুন অর রশীদ, ভালুকা রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দীন, উথুরা রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশীদ খান, হবিরবাড়ী বিট কর্মকর্তা আবু হাসেম চৌধুরী, মেহেরাবাড়ী ক্যাম্প ইনচার্জ মোঃ সাফেরুজ্জামান, ফরেষ্টার কুদরতে খোদা, স্থানীয় ইউপি সদস্য সাহাবদ্দীন কুমার শাহীন সহ সকল বিটের বন কর্মচারী বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com