বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ জানুয়ারী) দুপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হেয়ারিং মেশিন বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কর্মকর্তা আসরাফুন নাহার, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আফরোজ শেফালী, সাহেরা সাফায়েত স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ ওয়াসেক আল আমিন শিপন, সাবেক ছাত্রলীগ নেতা সৌমিত চক্রবর্তি নিপুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাজেদুল হক রুবেল, হামিদ মুন্সিসহ প্রতিবন্ধী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।