সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় কাকলী আক্তার (১৪) নামে ১০ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ড চাপরবাড়ী এলাকার কাজল খানের মেয়ে ১০ম শ্রেণীর ছাত্রী কাকলী আক্তার বসতঘরের দরজা বন্ধ করে ধন্নার সাথে গলার উড়না দিয়ে ঝুলে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মামলার তদন্তকারী ভালুকা মডেল থানার এস আই আবুল কালাম আজাদ জানান, একটি স্কুলে ১০ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীটি মানসিকভাবে অসুস্থ্য ছিল, তাই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে মনে হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।