সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

ভালুকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।

বুধবার (২৮সেপ্টেম্বর) সকালে দিনটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য আসাদুজ্জামান বিপ্লব, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আকরাম হোসেন, বিরুনীয়া ইউপি চেয়ারম্যান ছামসুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সহ আ’লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অপরদিকে উপজেলা যুবলীগের উদ্যোগে দিনটি উপলক্ষ্যে এতিমখানায় ছাত্রদের মাঝে খাবার বিতরণ এবং ভালুকা উপজেলা পরিষদের উদ্যোগে একই দিন বিকালে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ কেক কেটে দিনটি পালন করেন। এ সময় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com