বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার তালুটিয়া গ্রামে বসতঘরের ভেতর থেকে নেশাগ্রস্থ এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
বুধবার (৭ জুলাই) সকালে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামের সুবেদ আলীর ছেলে মোশাররফ হোসেন (৩০) প্রায়ই নেশা করে বাড়ী ফিরতো। মঙ্গলবার (৬ জুলাই) রাতে মা ও তার স্ত্রীর কাছে নেশা করার টাকা চাইলে এ নিয়ে মা ও স্ত্রীর সাথে ঝগড়া হয়। পরে রাতের কোন এক সময় বাড়ীর সবার অজান্তে তার স্ত্রীর ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।