শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় শুক্রবার রাতে এক নারী মিল শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী। ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া একালার নজরুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া স্থানীয় এডভান্স গামেন্টস্ এর নারী শ্রমিক এক সন্তানের জননী রিক্তা মনি (২৩)কে পারিবারিক কলহের জের ধরে তার স্বামী মোতালেব ঘরের চৌকির উপর ফেলে গলায় গামছা দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে পালিয়ে যায়। পরে পাশের রুমের আরেক ভাড়াটিয়া শাওনকে ফোনে ঘরে তার বউ জিবীত আছে না মরে তা দেখতে বললে শাওন গিয়ে চৌকির উপর রিক্তার লাশ দেখতে পেয়ে আশেপাশের সবাইকে বিষয়টি জানালে বাড়ির মালিক থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত রিক্তা মনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কৃষ্ণরামপুর এলাকার সাহিদ মিয়ার মেয়ে এবং তার স্বামী মোতালেব একই এলাকার আঃ কাদিরের ছেলে।
পাশের রুমের ভাড়াটিয়ারা জানান, প্রায় ৩ মাস যাবৎ তারা নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকাকালীন প্রায়ই ঝগড়া-ঝাটি করতো। ৫বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে তানজিনা আক্তার ববলি নামের ২ বছরের একটি মেয়ে রয়েছে। ঘাতক মোতালেব গ্রামের বাড়ীতে কাজ কর্ম করলেও এখানে আসার পর কোন কাজ-কর্ম করত না বলে জানা যায়।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার এস আই রোমন খান জানান, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে এটি হত্যা বলেই মনে হচ্ছে। লাশের ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।