বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন দিক থেকে একটি দ্রুতগতীর পিকআপ ধাক্কা দিলে দুই আরোহীর মৃত্যু হয়, আহত হয় পিকআপ চালক।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার জঙ্গলদিয়া এলাকার মৃত দুদু শেখের ছেলে আজিজুর রহমান (৪৮) এবং একই উপজেলার মৃত আজিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫৫)। আহত হয়েছেন আজিজ এর ছেলে মোঃ রমজান (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা আল মামুন। তিনি বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকার উদ্দেশে শেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মিনি পিকআপ ওই ট্রাকের পেছনের দিকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ডুকে যায়।
আল মামুন বলেন, ‘পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে ট্রাকের পেছন থেকে পিকআপটি বের করি। এ সময় পিকআপের সামনের অংশ কেটে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও তার সঙ্গে থাকা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। গুরুতর আহত চালক রমজানকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচাজ মো. মশিউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে পিকআপ ভ্যানের চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানটি শেরপুর থেকে কাঁচামাল নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।