শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ভালুকায় ট্রাক চাপায় রাকিব হোসেন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মেদুয়ারী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার বান্দিয়া নাফকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ফ্যাক্টরীর সামনে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ঘটনার সময় রাকিব উপজেলার নিঝুরী বোর্ড বাজার হতে মোটরসাইকেল চালিয়ে মেদুয়ারী বাড়িতে ফেরার পথে ভরাডোবা-সাগরদিঘী সড়কের ওই স্থানে পৌছলে অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।