সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় একটি জোট গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোর রাতের দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলি এলাকায় অবস্থিত ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও নান্দাইল উপজেলা যুবলীগ সভাপতি আবু বকর সিদ্দিক বাহারের জোট গোডাউনে বৃহস্পতিবার ভোরে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে ভালুকা ফায়ার সার্ভিসে খবর দিলে ভালুকা ও ত্রিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউনের মালিক আবু বকর সিদ্দিক বাহার জানান, আমি হাজী শহিদুল ইসলামের কাছ থেকে এ জমিটি ভাড়া নিয়ে জোট গোডাউন করেছি। কিভাবে আগুনের সূত্রপাত তা জানি না আমি এলাকার লোকজনের কাছে শুনে ঘটনাস্থলে এসেছি। আগুনে প্রায় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিস জোন ৫ এর ইন্সপেক্টর সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।