শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকা উপজেরার হবিরবাড়ী ইউনয়ন পরিষদ চত্ত্বরে বুধবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় করোনাকালীন স্বেচ্চাসেবকদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব আব্দুল মান্নান।
হবিরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সচিব আব্দুল মান্নান বলেন- করোনাকালীন সময়ে তোফায়েল আহম্মেদ স্বেচ্ছাসেবকদের নিয়ে মানুষের সেবায় দিন রাত যে ভূমিকা রেখেছেন সেজন্য তিনি মডেল চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। এ সময় ইউনিয়ন চেয়ারম্যানের দাবীর প্রেক্ষিতে হবিরবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটিকে ২০শয্যা বিশিষ্ট উন্নত কমিউনিটি মডেল হাসপাতাল করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমন, ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ মশিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সোহেলী শারমীন, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি আবু রায়হান কুটিন, হবিরবাড়ী ইউপি সকল সদস্য ও করোনাকালীন ৩৫৪ জন স্বেচ্ছাসেবী সদস্য বৃন্দ।