বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রধান মোঃ শফিকুল ইসলাম স্থানীয় শিল্প মালিক, ব্যবস্থাপক, শ্রমিক প্রতিনিধি, এলাকার জনপ্রতিনিধি ও সাংবাদিকগণের সাথে শিল্প এলাকার কর্ম পরিবেশ, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও মত বিনিময় সভা করেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ এর আয়োজনে বৃহস্পতিবার সকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রধান অতিরিক্তি আইজিপি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ পুলিশ লাইন্স পরিদর্শন করেন।
পরিদর্শন কালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ এর সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ কল্যান সভায় অংশগ্রহণ করেন ও তিনি উপজেলার ভরাডোবায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ এর নবনির্মিত নির্মান্তাধীন নতুন পুলিশ লাইন্স পরিদর্শন করেন।
এরপর অতিরিক্তি আইজিপি মোঃ শফিকুল ইসলাম উপজেলার কয়েকটি ফ্যাক্টরী পরিদর্শন করে ‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষায় শিল্প শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি একেএম আওলাদ হোসেন, ময়মনসিংহ-৫ জোনের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টুসহ শিল্প পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।