বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

ভালুকায় আসপাডা সমবায় ভিত্তিক সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর আসপাডা সমবায় ভিত্তিক সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁয়ে আসপাডার নিজস্ব অফিসে কো-অর্ডিনেটর সমৃদ্ধি কর্মসূচি মোঃ রেজাউল করিমের পরিচালনায়, উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলহাজ্ব লায়ন মোঃ আবদুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক সুদেব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা মোঃ আফসার উদ্দিন খান, উপ-পরিচালক (অডিট ও মনিটরিং) মোঃ আলমগির হোসেন সোহেল, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম ঈসমাইল, আসপাডার মনিটরিং অফিসার আসাদুল ইসলাম, এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম, আসপাডা স্কয়ার মাস্টারবাড়ী-১ শাখার সিনিয়র ম্যানেজার আব্দুল আজিজ, আসপাডা সমবায় ভিত্তিক সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক আরিফ মিয়া ও অন্যান্য অফিসারবৃন্দ।

অনুষ্ঠানে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলহাজ্ব লায়ন মোঃ আবদুর রশিদ ৪জন কৃষকের মধ্যে ২লক্ষ টাকা করে ৮ লক্ষ টাকা ঋণ বিতরণের মাধ্যমে সমবায় ভিত্তিক সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com