শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

ভালুকায় আল খিদমাহ্ ফাউন্ডেশনের মানববন্ধন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র নির্মাণ ও প্রদর্শনীর প্রতিবাদে আল খিদমাহ্ ফাউন্ডেশনের আহ্বানে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ আছর উপজেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, শুক্রবার বাদ আছর উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন আল খিদমাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোঃ আশরাফুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মাওলানা মোঃ মোস্তফা কামাল, সংগঠনের সভাপতি মাওলানা ফরহাদ হাসান, সংগঠনের পরিচালক মাওলানা মুফতি আল আমিন, মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার পরিচালক সহ স্বেচ্ছাসেবক, শিক্ষক, সমাজকর্মী, মিডিয়া কর্মী সহ সাধারণ মুসুল্লি অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা ফ্রান্সের রাষ্ট্রীয় ছায়ায় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র নির্মাণ প্রদর্শনীর প্রতিবাদ করে বক্তব্য রাখেন।

এ সময় ফ্রান্সের সকল পণ্য মুসলিম বিশ্বকে বর্জনের আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে স্কয়ার মাস্টারবাড়ী বাজার হতে একটি বিশাল প্রতিবাদী মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে আবার মাস্টারবাড়ী বাজারে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com