শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিদেশি মদ সহ এক মাদক কারবারীকে আটক করেছে মডেল থানা পুলিশ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দের দিক নির্দেশনায় এস আই খন্দকার আল রাজি, এস আই সামিউল ইসলাম, এএসআই তানভীর হাসান সঙ্গীয় ফোর্সসহ রবিবার (২৮ জানুয়ারি) রাত ১০ টার দিকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ক্রয়-বিক্রয়ের সময় ১৬ বোতল ভারতীয় মদ সহ মোঃ মাহবুব (২৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে।
পরে সোমবার (২৯ জানুয়ারি) সকালে তাকে আদালতে পাঠিয়েছে মডেল থানা পুলিশ। আটককৃত মোঃ মাহবুব ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ভূইয়াপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
মাদক উদ্ধার ও একজনকে আটকের ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা নং- (৩১), তাং- ২৯/০১/২০২৪ইং দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরন করে।