শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

ভালুকায় বিজয় দিবস উপলক্ষে নবীন বরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আবুল বাশার শেখ, ভালুকা প্রতিনিধি (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা, নবীন বরণ, মেধাবীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলার জামিরদিয়া আব্দুল গণি মাস্টার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজের উদ্যোগে সকাল থেকে দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব লায়ন আবদুর রশিদের সভাপতিত্বে এবং জামিরদিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডর উপ-বিদ্যালয় পরিদর্শক সাখাওয়াত হোসেন, বর্তমান উপদেষ্টা প্রিন্সিপাল কর্ণেল মো: রাশিদুল ইসলাম খান (অবঃ),হবিরবাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার, জামিরদিয়া আব্দুল গণি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আঃ ছাত্তার মাস্টার, সাবেক মেম্বার জামাল হোসেন, আব্দুল গণি মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ।

এসময় এইচএসসি ২০২৩ শিক্ষা বর্ষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। সভাপতি তার স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের ২০২৪ সালের নতুন শিক্ষা আয়োজন সর্ম্পকে শিক্ষার্থী ও অভিভাবকগনকে অবগত করে বলেন বাংলা, ইংলিশ ও আরবী ভাষার সমন্বয়ে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। বিকেলে বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক শিল্পী আলী হাসান কবিরের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পরিবেশনায় বিজয় দিবসের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com