শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

ভালুকায় পৃথক অভিযানে চুরিকৃত স্বর্ন ও মাদকসহ গ্রেপ্তার ৪

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় দিনের বেলায় অভিনব কায়দায় স্বর্নের দোকানে চুরির ঘটনায় জড়িত স্বর্নালংকারসহ ২জন, মাদকসহ ১জন ও ধর্ষণ চেষ্টা মামলায় ১জন সহ মোট ৪ আসামীকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে মডেল থানার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন জানান, ভালুকা উপজেলার বাটাজোর বাজারে হৃদয় সুজয় জুয়েলার্স নামক স্বর্নের দোকানে চুরির ঘটনায় দোকানের মালিক হৃদয় চন্দ্র কর্মকার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা নং-০৫ করে।

ওই ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল, ময়মনসিংহের দিক নির্দেশনায় এবং ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) কাজল হোসেন, এসআই (নিঃ) মাহবুব অর রশিদ, এ এস আই (নিঃ) সুজন চন্দ্র সাহা ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ১৯ জানুয়ারি (শুক্রবার) বাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর থানা এলাকা হতে ঘটনায় জড়িত আসামী আন্তজেলা চোর চক্রের সদস্য ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ দুলাল মিয়া (৩২)কে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ২০ জানুয়ারি শনিবার কেএমসি (চট্টগ্রাম) বাকুলিয়া থানাধীন মাস্টারপুল বউবাজার এলাকা থেকে আরেক আসামী কুমিল্লার জেলার হুমনা থানার কলাগাছিয়া এলাকার শিশু মিয়ার ছেলে মোঃ আমির হোসেন ওরফে মোটা আমির (৩৩)কে গ্রেপ্তার করে। এ সময় তার বাসা থেকে চোরাই যাওয়া স্বর্নের আংটি ৫টি, কানের দুল ১০টি ও গলার কন্ঠ পিকের ভাঙ্গা অংশ সহ মোট তিন ভরি এক রতি এক পয়েন্ট স্বর্ন উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান শনিবার সন্ধ্যায় আরেক অভিযানে ভালুকা পৌরসভার সেভেনস্টার হোটেলের সামনে থেকে ১২ ব্যারেল বিদেশী মদ সহ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কারনই গ্রামের হোসেন আলীর ছেলে হাবিবুর রহমান (২০)কে গ্রেপ্তার করা হয়। এছাড়াও উপজেলার ভান্ডাব এলাকার মুসলেম উদ্দিনের ছেলে ফরিদ (১৬)কে মডেল থানায় ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com