শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

ভালুকায় নবনির্বাচিত সাংসদ এম.এ ওয়াহেদের মতবিনিময় সভা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার সকল জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সাথে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম.এ ওয়াহেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম.এ ওয়াহেদ।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এড. শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জুলহাস উদ্দিন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদেকুর রহমান তালুকদার, উপজেলা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com