শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

ভালুকায় গ্রীণ অরণ্য পার্কে দর্শনার্থী সেজে ছিনতায়ের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে গ্রীণ অরণ্য পার্কে দর্শনার্থী সেজে ছিনতায়ের অভিযোগ উঠেছে মোঃ শাজাহান মিয়া (২৯) নামে এক দর্শনার্থীর বিরুদ্ধে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় গত (০৪ ফেব্রুয়ারী) রবিবার দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ শাজাহান মিয়া, দর্শনার্থী সেজে পার্কে প্রবেশ করে ‘সুইং চেয়ার রাইডের’ টিকেট কাটিয়া সিরিয়াল ওভারটেক করিয়া রাইডে উঠতে চাইলে রাইডে কর্মরত কাউন্টার ম্যান মোঃ মুনসুর আলী (৪৫) তাহাকে বাধা নিষেধ করিয়া সিরিয়ালে আসতে বললে অভিযুক্ত শাজাহান ক্ষিপ্ত হয়ে এলোপাথারী ভাবে মারপিট করে মুনসুর আলীর শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এবং সুইং চেয়ারের ক্যাশ কাউন্টারে প্রবেশ করে কৌশলে ক্যাশে থাকা নগদ ২০,০০০/-টাকা নিয়ে যায়।

ওই সময় মুনসুর আলীর ডাক চিৎকারে পার্কে কর্মরত অন্যান্য স্টাফ ও কর্মচারীরা এগিয়ে আসলে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার সাদা রংয়ের টয়োটা গাড়ী (ঢাকা মেট্রো: গ-১৪-২৭৮৯) নিয়ে কৌশলে চলে যায়। এ বিষয়ে গত রবিবার রাতে পার্কের ম্যানেজার মোঃ জাহিদ হাসান সাগর বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত শাজাহান মিয়া তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com