বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে একটি খড়ের গাদা থেকে ২৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার ও সুমন রহমান নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে যশোর র্যাব ৬- এর সদস্যরা।
রবিবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আসামি সুমন রহমার পুটখালী (পশ্চিমপাড়া) গ্রামের হাবিবর রহমানের ছেলে।
সোমবার (১৮ মার্চ) বিকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত মাদককারবারি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে অবৈধ পন্থায় স্বল্প মূল্যে মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় করে যশোর শহরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহের কাজ করতো।
জব্দকৃত আলামত ও আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।