বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত: ঐকমত্য কমিশন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আগামী বৃস্পিতবারের (৩১ জুলাই) মধ্যে যেসব বিষয়ে একমত হবে তার চূড়ান্ত রূপ দিতে হবে এ কথা জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, খসড়া দেওয়া হয়েছে আজ বা কাল প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের খসড়া পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনা শুরুর আগে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, খসড়া দেওয়া হয়েছে। আজ বা কাল প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের খসড়া পৌঁছে দেওয়া হবে এবং ৩১ জুলাইয়ের মধ্যে যে সব বিষয় একমত হবে তার চূড়ান্ত রূপ দিতে হবে।

সকালে ২১তম দিনের সভায় তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও গঠন কাঠামো এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে সংলাপ শুরু হয়েছে। এছাড়াও অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। রাষ্ট্রকাঠামোর মৌলিক ২০টি সংস্কারের মধ্যে ১২টিতে নোট অব ডিসেন্টসহ একমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। বাকি কয়েকটি বিষয়ে আংশিক একমত হয়েছে। দ্বিতীয় দফার আলোচনা খসড়া বিষয়ে আগামীকাল দুপুরের মধ্যে দলগুলোর মতামত দিতে হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টির মতো রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত আছেন।

এদিন অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কমিশন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com