রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু ফ্যাসিবাদের সময় যারা খুন-গুমের শিকার হয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না: তারেক রহমান কেরানীগঞ্জে মা-মেয়ে খুন: ঋণের কিস্তি নিয়ে বিরোধে হত্যাকাণ্ডের পর ২১ দিন লাশ দুটি ফ্ল্যাটে রেখে বসবাস “মাদক ধরলেই আপনি বাধা দেন” কেরানীগঞ্জে বিএনপি নেতার সঙ্গে ডিবি পুলিশের বাকবিতণ্ডা দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তনের কথা জানাল ইসি মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি প্রার্থিতা ফিরে পেতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে, একই পরিবারের ১৪ জন নিহত

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী ফজিলাতুন্নেছা আর নেই

নড়াইল প্রতিনিধি::

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন)।

বুধবার সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত ২৭ অক্টোবর তাকে নড়াইল থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিক, হাড়ক্ষয়সহ নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি ৩ মেয়ে ও এক ছেলে সহ নাতী নাততি রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার তাকে নড়াইলে তার বাবার বাড়ি সদরের ধুড়িয়া গ্রামে তার দাফন সম্পন্ন হবার কথা নিশ্চিত করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নাত জামাই আসাদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com