বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি::
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন)।
বুধবার সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত ২৭ অক্টোবর তাকে নড়াইল থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিক, হাড়ক্ষয়সহ নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি ৩ মেয়ে ও এক ছেলে সহ নাতী নাততি রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার তাকে নড়াইলে তার বাবার বাড়ি সদরের ধুড়িয়া গ্রামে তার দাফন সম্পন্ন হবার কথা নিশ্চিত করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নাত জামাই আসাদুর রহমান।