মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

বিয়ে করে বাড়ি ফেরার পথে বাজি ধরে নদীতে ঝাঁপ, নিখোঁজ বরের ভাই

কুড়িগ্রাম প্রতিনিধি:: বিয়ে বাড়ি থেকে কনে নিয়ে ফেরার পথে বাজি ধরে সাঁতরিয়ে নদী পার হতে গিয়ে নিখোঁজ হয়েছে বাবুল মিয়া (২২) নামে বরের ফুফাতো ভাই।

রবিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টার দিকে এই ঘটনাটি ঘটেছে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুরের দুধকুমার নদের খেয়া পারাপারের শহিদুলের ঘাট এলাকায়। নিখোঁজ যুবক পাইকের ছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার গ্রামের আনিস আলীর (ছোট গেদা) ছেলে।

জানা গেছে, উপজেলার পাইকেরছড়া মাওলানা পাড়ার মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সাথে তিলাই ইউনিয়নের খোঁচা বাড়ির চর এলাকার মৃত হযরত আলী মেয়ের সাথে বিয়ে হয়। গতকাল রবিবার রাত ১২টার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা যোগে দুধকুমার নদ পার হওয়ার জন্য শহিদুলের ঘাটের নৌকায় উঠে সবাই। নৌকাটি মাঝ নদীতে পৌঁছুলে বরের ফুফাতো ভাই বাবুল মিয়া অন্যান্য বন্ধুদের সাথে সাঁতরিয়ে নদী পার হবার বাজি ধরেন। বন্ধুদের সাথে ৫০০ টাকা বাজি ধরে মাঝ নদীতে নৌকা থেকে ঝাপ দেয়। কিছু দূর সাঁতরিয়ে যাবার পর স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায় বাবুল। রাত থেকেই তার খোঁজ চালায় স্বজনরা। তবে আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত নদের বিভিন্ন জায়গায় খোঁজ করেও বাবুল মিয়ার কোন সন্ধান পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. নজরুল ইসলাম জানান, সকালে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলে উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com