শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥
বিসর্জনের মধ্য দিয়ে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে ২০২৫ সালের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা । মহা দশমীতে সকালে দর্পন বির্সজনের মধ্যমে এবং নানা আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার পরে নারায়ণগঞ্জ শহরের ৩নং মাছ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে মন্ডপগুলো থেকে আগত একের পর এক প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় দিলেন ভক্তরা। এবছর দেবী দুর্গা হাতির পিঠে চড়ে কৈলাশ থেকে এসেছিলেন মর্তলোকে এবং সকল ভক্তবৃন্দ ও সন্তানদের কাদিয়ে দোলায় চড়ে আবারো বিদায় নিয়ে চলে গেলেন কৈলাশে। তবে তাদের মায়ের কাছে এবার ভক্তদের প্রার্থনা ছিলো সকল অন্ধকার দূর করে আসবে আলো। সেই সাথে সকল প্রকার অশুভ শক্তির বিনাশ হয়ে ফিরবে শুভ শক্তি এমনটাই প্রত্যাশা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
এবছর দূর্গা পূজা ছিলো সরকার তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বড় ধরনের একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে কঠোর ভাবে মোকাবেলা করে শান্তিশৃঙ্খলা ও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাপ্তি হয়েছে দূর্গা পূজার । এবছর পুলিশের পাশাপাশি মাঠে কাজ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ডিবি পুলিশ, জেলা পুলিশ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, কোস্টগার্ডসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে সমাপ্তি হয়েছে সকলের আন্তরিক সহযোগীতায়। আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দলগুলো, সাধারন মানুষ, সনাতন ধর্মাবলম্বীরা এবং বিশেষ করে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ঠিক এমনি করে ভবিষ্যতেও সকলের সহযোগিতা নিয়ে নারায়ণগঞ্জ জেলাকে সারা বিশ্বের কাছে আরো সাফল্যমন্ডিত করার আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।