শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

বিশ্বকাপে ভারতের রানের পাহাড় অতিক্রম করে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক:: বিশাখাপত্তনমে নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৩১ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে অ্যালিসা হিলির ১০৭ বলে ১৪২ রানের দুর্দান্ত এই ইনিংসে ৬ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় পায় অস্ট্রেলিয়া। এত রান তাড়া করে যেটি হয়ে গেল বিশ্বরেকর্ড। নারীদের ক্রিকেটে অনেকটা একক রাজত্ব করা অস্ট্রেলিয়া গতকাল রোববার ভারতের মাটিতেই তাদের বিপক্ষে দেখিয়েছে দাপট।

মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয়ের আগের রেকর্ডটি ছিল শ্রীলংকার। গত বছর পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০২ রানের লক্ষ্য ৩৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে লরা ভলভার্টের ১৮৪ রানের ইনিংস ম্লান হয়ে গিয়েছিল চামারি আতাপাত্তুর অপরাজিত ১৯৫ রানের ইনিংসে। মেয়েদের ক্রিকেটে তিন শ রানের বেশি তাড়া করে দ্বিতীয় জয়ের উদাহরণ তৈরি হলো কালকে।

৩৩১ রানের লক্ষ্যে গতকাল শুরুটা ঝড়ের বেগেই করেন হিলি ও ফিবি লিচফিল্ড। ১১.২ ওভারেই উদ্বোধনী জুটিতে উঠে যায় ৮৫ রান। ৩৯ বলে ৪০ রান করে লিচফিল্ড ফেরার পর এলিস পেরিকে নিয়ে ৬৯ রানের জুটি হিলির। জুটি ভাঙে পেরি আহত হয়ে উঠে যাওয়ার পর। যাওয়ার আগে ৩২ রান ছিল এই অলরাউন্ডারের।

এরপর দ্রুতই বেথ মুনি ও অ্যানাবেল সাদারল্যান্ডকে ফিরিয়ে দেয় ভারত। ১৭০ রানের ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া চতুর্থ উইকেটে যোগ করে ৯৫ রান। তাহলিয়া ম্যাকগ্রা ও হিলি এই জুটি গড়েন। ৩৯তম ওভারে শেষমেশ বিদায় নেন হিলি। যাওয়ার আগে ২১টি চারের সঙ্গে মেরেছেন ৩টি ছক্কা।

অস্ট্রেলিয়া ৬ উইকেট হারানোর পর আবারও মাঠে নামেন ব্যথা পেয়ে মাঠ ছাড়া পেরি। পরে দলকে ৭ উইকেটের জয় এনে দেওয়ার পথে অপরাজিত থাকেন ৪৭ রানে।

এর আগে ৪৮.৫ ওভারে ৩৩০ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ বলে ৮০ রান করেন স্মৃতি মান্ধানা। ৭৫ রানের ইনিংস খেলেছেন আরেক ওপেনার প্রতীকা রাওয়াল। এই দুজন উদ্বোধনী জুটিতে ২৪.৩ ওভারে যোগ করেন ১৫৫ রান। প্রথম ৩০ ওভারে ১ উইকেটে ১৯২ রান তোলা দলটি ১৩৮ রান তুলতেই হারায় শেষ ৯ উইকেট। তাতে শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই ৩৩০ রানে অলআউট হয় দলটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com