শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে কালীগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি:
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, মিলাদ মাহফিল, স্কুল কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, শোক র‌্যালী, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ। দলীয় এবং সরকারি পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, সহকারি কমিশনার (ভুমি) যাদব সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দীন সর্দার প্রমুখ। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও যুবদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। দুপুরে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
এছাড়া বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের মেইন বাসটার্মিনালে এক বিশাল শোক সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে এ বিশাল শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, ঘোড়শাল ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ লিপ্টন প্রমুখ। শোক সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান মিঠু মালিথা। পরে এক বিশাল শোক র‌্যালী শহর প্রদক্ষিণ করে।
অপরদিকে সকালে শোক র‌্যালী সহকারে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা পৃথক ভাবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে। এছাড়া তারা দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করে বলে জানাগেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com