শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

বিএনপির দিকে তাকানোর আগে নিজেদের চেহারা দেখুন জামায়াতকে হাবীব উন নবী সোহেল

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জঃ বিএনপির দিকে তাকানোর আগে নিজেদের চেহারা আয়না দেখুন। যারা ৭১ সালে দেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন। তাঁদেরকে এই বিএনপিই কোলে তুলে আজ এ পর্যন্ত এনেছে। জামায়াত ইসলামীকে উদ্দেশ্যে করে বিএনপির যুগ্ম মহাসিচব হাবীব উন নবী খান সোহেল এ কথা বলেন। বুধবার বিকেলে ঢাকার দোহারের কালেমা চত্বরে উপজেলা বিএনপির এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বুধবার বিকেল বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার দলীয় নেতাকর্মী মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে যোগদান করেন। দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম(মেছের) এর সভাপতিত্বে জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রতিবাদ সভার ও সদস্য নবায়ন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচী

প্রধান অতিথি হাবীব উন নবী খান সোহেল বলেন, বিএনপি ভেসে আসা দল নয়। স্বাধীনতাযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া দল। দীর্ঘ সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন করেই বিএনপি সরকারে গিয়েছে। দেশের উন্নয়নে অবদান রেখেছে। যাদের দুটি আসন পাওয়ার ক্ষমতা নেই তারা আজ বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছেন। আর এনসিপি তারা তো মাত্র নতুন। দেখার অনেক কিছুই বাকি আছে। তিনি জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে সরকারের কাছে দ্রæত নির্বাচন দেয়ার আহবান জানান। এসময় নেতাকর্মীরা জামায়াত ইসলামীর বিরুদ্ধে নানা ¯েøাগান দিয়ে সভাকে উজ্ঝীবিত করে।

সভায় প্রধান বক্তা ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, বিএনপির মূল চেতনা ৭১ এর স্বাধীনতা ও মুক্তিযোদ্ধ।। সেটাকে বাদ দিয়ে যারা কথা বলে তাদের সাথে আমরা নেই। দেশ একবারই স্বাধীন হয়েছে। ২৪ সালে আমরা ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিবাদ মুক্ত হয়েছি।

 

তিনি জামায়াত ইসলামী ও এনসিপিকে বিএনপি বিরোধী প্রচারণা থেকে বিরত থাকতে অুনরোধ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম মাওলা শাহিন, ঢাকা জেলা যুবদলের জেষ্ঠ্য সহসভাপতি আবুল হাশেম বেপারী, উপজেলা বিএনপির সহসভাপতি ইয়ানুস আলী খান, মাহবুবুর রহমান পান্নু, মাসুদ পারভেজ, এসএম আব্দুল কুদ্দুস, নারী নেত্রী শামীমা রাহিম, শম্পা আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com