শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

বান্দরবান স্টুডেন্ট’স এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও শিক্ষাবৃত্তি প্রদান

বশির আহমেদ, বান্দরবান থেকে:: বান্দরবান স্টুডেন্ট’স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যোগে প্রকাশিত বার্ষিক ক্যালেন্ডার এর মোড়ক উন্মোচন ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
আজ সন্ধ্যা ৬টায় পার্বত্য প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে বান্দরবান স্টুডেন্ট’স এসোসিয়েশন এর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
এ সময় বান্দরবান স্টুডেন্ট’স এসোসিয়েশনের সভাপতি অংসাইং উ পুলু মার্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । বিশেষ অতিথি ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগ, সহ-সভাপতি আশিষ বড়ুয়া, বান্দরবান স্টুডেন্ট’স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, শিক্ষা ক্ষেত্রে মেধাবিকাশ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও মেধা চর্চা করতে হবে। তিনি আরো বলেন, বান্দরবানের শিক্ষার্থীদের ভাল ফালাফল করার মাধ্যমে এক নাম্বার মানব সম্পদে পরিণত করতে নিজেদের ভুমিকা আরও জোরালো করতে হবে, ছড়িয়ে পড়তে হবে সারাদেশেই।
অনুষ্ঠান শেষে পার্বত্য প্রতিমন্ত্রী
বান্দরবান স্টুডেন্ট’স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যোগে প্রকাশিত বার্ষিক ক্যালেন্ডার এর মোড়ক উন্মোচন ও ৫ জন মেধাবী শিক্ষার্থীকে ১০০০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com