বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

বান্দরবানে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: দেশের সর্বশেষ বান্দরবান ৩০০ নং আসনে বিএনপিসহ বিভিন্ন দলের মোট ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনির কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম, নির্বাচন কর্মকর্তা মো. আবদুল শুক্কুর, স্থানীয় সাংবাদিক ও স্ব স্ব দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি সব প্রার্থীকে নির্বাচনী আইন মেনে চলার আহ্বান জানান এবং নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন ও সব প্রার্থীর সহযোগীতা আশা করেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, বিএনপি থেকে সাচিং প্রু জেরী, এনসিপি থেকে আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন, জামায়েতে ইসলামি থেকে এডভোকেট আবুল কালাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টি (কাদের) আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ মনোনয়ন দাখিল করেন।

প্রসঙ্গত, জেলার ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে বান্দরবান ৩০০নং আসনে বাঙালীসহ ১২টি সম্প্রদায়ের বসবাস। জেলায় পুরুষ ভোটার ১ লক্ষ ৬১ হাজার ৭৭৫ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৫৩ হাজার ৬৬৭ জন। মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ৪৪২ জন। মোট ভোট কেন্দ্র ১৮৬টি।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com