রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান ভ্যাট অফিসের হয়রানী বন্ধের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে হোটেল এন্ড রিসোর্ট ওনারস্ এসোসিয়েশন।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে এসোসিয়েশনের সদস্যরা এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে হোটেল এন্ড রিসোর্ট মালিকরা উল্লেখ করেছেন, বিভিন্ন হোটেল মোটেলে প্রবেশ করে ভ্যাট অফিসের কর্মকর্তারা রক্ষিত বর্ডার রেজিষ্টার খাতা ও গুরুত্বপূর্ণ ফাইলপত্র টানা হেচঁড়া করে আতংক শুরু করেন। এছাড়া হোটেলের বিভিন্ন কক্ষে বিনা অনুমতিতে প্রবেশ করে পর্যটকদের হয়রানী করা হচ্ছে। প্রায় সময় তারা হোটেল রিসোর্ট ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ দাবীসহ হোটেল কর্তৃপক্ষের সাথে দুর্ব্যবহার করে আসছিল।
এমন অহেতুক হয়রানী থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। যদি ভ্যাট অফিসের অহেতুক এসব হয়রানী বন্ধ না হয় তাহলে বান্দরবানের সব হোটেল মোটেল বন্ধ করে দেয়ার ঘোষণাও দেন হোটেল মালিক কর্তৃপক্ষ।