বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

বাঘা পৌর নির্বাচনে জামানত হারালেন দুই মেয়র প্রার্থীসহ ১৬ জন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:: রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ৫৪ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন দুই মেয়র প্রার্থীসহ ১৬ জন। নির্বাচনের বিধি মোতাবেক প্রদানকৃত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন তারা।

মেয়র পদে জামানত হারানো ২জন হলেন- দলীয় প্রতীক বিহীন পৌর বিএনপির সভাপতি (বহিস্কৃত) কামাল হোসেন (কম্পিউটার), নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল বিশ্বাস (মোবাইলফোন)। এই দুই মেয়র প্রার্থী ছাড়াও জামানত

হারিয়েছেন- সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও সাধারন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সহ ১৪ জন। এরা হলেন-সংরক্ষিত মহিলা আসন ২ এর মোসাঃ রঞ্জনা বেগম (চশমা), ৩ এর পাপিয়া সুলতানা (দ্বিতল বাস), মোসাঃ রিনা খাতুন (আনারস)। সাধারন ওয়ার্ড কাউন্সিলর-১ এর রাশিদুল ইসলাম (ডালিম), ২ এর রেজাউল করিম (ডালিম), ৩ এর মোঃ সজল আহমেদ (টেবিল ল্যাম্প), মোঃ সাইফুল সেখ (পাঞ্জাবি), ৪ এর মোঃ আরিফুল ইসলাম (টেবিল ল্যাম্প), মোঃ মাহাবুল ইসলাম সুমন (ব্লাকবোর্ড), ৫ এর মোঃ আমিরুল ইসলাম (ডালিম), মোঃ মিজানুর রহমান (উটপাখী), ৬ এর মোঃ ফিরোজ আলী (ডালিম), মোঃ মহিদুল ইসলাম (টেবিল ল্যাম্প) ও ৮ নম্বর ওয়ার্ডের মোঃ মিজানুর রহমান (পানির বোতল)।

সদ্য সমাপ্ত নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ মোট ৫৪ জন প্রতিদ্বদ্বিতা করেছেন। ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ৩৬ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদপ্রার্থী ১৩ জন।

গত ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাঘা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোট গ্রহণ শেষে রাত ১০ টার দিকে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, পৌর নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ২৪ হাজার ১১০ এবং বাতিল ভোট ১৬৯টি। মোট ভোটার সংখ্যা ছিল ৩১ হাজার ৬৬৯।

বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ৫,৮৪৬ ভোট বেশি পেয়ে পৌরসভার মেয়রের আসনে বসতে যাচ্ছেন আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। তিনি ‘জগ’ প্রতীকে ভোট পেয়েছেন ১২০৩৩। আক্কাছ আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহিনুর রহমান পিন্টু ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট।

জামায়াতের স্বতন্ত্র প্রার্থী সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম ‘নারিকেল গাছ’ প্রতীকে পেয়েছেন ৩,৪৮৫ ভোট, বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন‘কম্পিউটার’প্রতীকে পেয়েছেন ১,৯৮৩ ভোট। অন্যদিকে আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলীর পাওয়া ভোটের চেয়ে ১১ হাজার ৬১১ ভোট কম পেয়ে ৫ম হয়েছেন ভোট পাগল ইসরাফিল বিশ্বাস। তিনি ‘মোবইল ফোন’ প্রতীকে পেয়েছেন ৪২২ ভোট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com