রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:: রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পর্শে সুমন আলী (১৮) নামের এক কলেজ ছাত্র মারা গেছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) নিজ বাড়িতে বিদুৎ এর সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে মারা যায় সুমন আলী।
সে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের শহর মোড় এলাকার বাসিন্দা লিটন মোল্লার ছেলে। মাধ্যমিকের পরীক্ষায় গতবার এসএসসি পাশ করে উপজেলার শাহদৌলা সরকারি কলেজে ভর্তি হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় তার মা-বাবা।
নিহত সুমনের চাচা বাদশা আলম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় নিজ বাড়ির বিদুৎ থেকে আরেকটি স্থানে সংযোগ নেওয়ার কাজ করছিল। এ সময় সে বিদুৎস্পর্শে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে দুপুর দেড়টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। জরুরি বিভাগের চিকিৎসক মেহনাজ নাসরীন জানান, জরুরি বিভাগে আনার আগেই সে মারা গেছে।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, অস্বাভাবিক মৃত্যুতে ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ করেননি।