বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:: রাজশাহীর বাঘায় পুকুরে ডুবে আড়াই বছরের এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। পরে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পরিবার।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ ভানুকর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম লাবিনা খাতুন। তিন ভাই বোনের মধ্যে ছোট ছিল লাম ইয়া খাতুন।
নিহতের পিতা ইব্রাহিম প্রামানিক জানান, সহপাঠিদের সাথে বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলা করার সময় পা ফসকে পুকুরে পড়ে যায়। তার মরদেহ ভাসতে দেখে বিষয়টি জানতে পান। পরে মরদেহ উদ্ধার করেন। এদিকে একমাত্র কণ্যার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তার মা জবেদা খাতুন ওরফে শারভানুসহ স্বজনরা।
বাঘা থানার উপ পরিদর্শক (এসআই) তৈয়ব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুর মরদেহ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।