মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
আমীর আল্লামা আব্দুল হামিদ মধুপুরী নিজস্ব প্রতিবেদক:: খতমে নবুয়্যত সংরক্ষণ কমিটির বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ মধুপুরী বলেছেন, বাংলার জমিনে কোনো কাদিয়ানী ও মুরদাত থাকতে পারবে না। তাঁদেরকে ইসলামী শরিয়া আইনে বিচার করতে হবে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় ডিএন কলেজ মাঠে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে দোহার নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে থেকে কয়েক হাজার লোক সমাগম হয়। সোমবার সকাল হতেই নবাবগঞ্জের বাগমারা থেকে কলেজ মাঠ ও নিমতলা থেকে নবাবগঞ্জ চৌরাস্তা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এসময় রাস্তার বিভিন্ন পয়েন্টে পুলিশী প্রহরা লক্ষ্য করা যায়। এরপর মিছিল স্লোগানসহ মাদ্রাসা শিক্ষার্থীসহ নানা বয়সী মুসল্লীরা সম্মেলনে উপস্থিত হয়। কলেজ মাঠটি কানায় কানায় ভরে উঠে।
দুপুর দেড়টায় সম্মেলনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাক। এসময় তিনি বলেন, দোহার নবাবগঞ্জে নবী ও রাসুল বিরোধী কোনো গোষ্ঠিকে অপতৎপরতা চালাতে দেয়া হবে না। সকল মুসলিমকে আল্লাহর আইন ও নবী রসুলের সুন্নাহর প্রতি সম্মান করে চলতে হবে। হযরত মুহাম্মদ (স:) একমাত্র সর্বশ্রেষ্ঠ ও শেষ নবী। তার পরে আর কোনো নবী আসবে না। সাধারণ মুসলিমরা যাতে বিভ্রান্তি না হয় সে বিষয়ে তিনি সর্তক থাকার আহবান জানিয়ে সম্মেলনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আব্দুল হামিদ বলেন, নবাবগঞ্জের বরকত উল্লাহ খানসহ সকল কাদিয়ানীকে অমুসলিম ঘোষনা করতে হবে। হযরত মোহাম্মদ (সা:) একমাত্র শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল। তার পরে আর কোনো নবী রাসুল দুনিয়াতে আসবে না। কতিপয় কাফের ও মুরদাত লোক নিজেকে আল্লাহর প্রেরিত পুরুষ হিসেবে দাবি করেন। যা সম্পূর্ণ শিরক।

তিনি আরও বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক সংসদে আইন করে এদের বিচার করতে হবে। বরকত উল্লাহ অনুসারিরা যাতে কোথাও তাঁদের সুন্নাহ বিরোধী প্রচারণা করতে না পারে সে বিষয়ে সকল মুসলিম ও সুন্নীদের একতা থাকতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্টের নায়েবে আমীর শায়খ আব্দুর রউফ বিন আব্দুল হাফিজ মাক্কী। গুম্মান, সভাপতি মারকাযে আহলে সুন্নাহ ওয়াল জামাত, পাকিস্তানের মুতাকাল্লিমে ইসলাম মাওলানা ইলিয়াস, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, মুফতি খলিল আহমদ কাসেমী কোরাইশী, ড. মাওঃ আহমদ আলী সিরাজ মাদানী, সেক্রেটারী, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্ট, পাকিস্থানের পাঞ্জাব প্রোভেন্সিয়াল আইনসভার সদস্য মাওলানা মুয়াবিয়া আজম তারেক, মুফতি মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে সম্মেলন। বক্তারা সম্মেলন শেষে আগামী ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী ময়দানে খতমে নবুয়্যত সংরক্ষণ কমিটির মহাসম্মেলনে জমায়েত হতে সকলকে আহবান জানান।