বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

বর্তমান সরকার শিক্ষাবান্ধন সরকার-এমপি আনার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের আমলে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়া সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। সরকারের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের শিক্ষার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, তার সরকারের আমলে কালীগঞ্জে রাস্তা-ঘাট পাকাকরণ, ব্রীজ-কালভাট নির্মাণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের উর্দ্ধমুখী ৪তলা সম্প্রসারিত ভবন নির্মাণ করা হয়েছে। উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে অনুরুপ ভবণ নির্মাণ করা হবে।

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের উর্দ্ধমুখী ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কোলা ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, কালীগঞ্জ পৌর সভার কাউন্সিলর ও যুবলীগ নেতা রেজাউল করিম রেজা প্রমুখ।

এছাড়া উক্ত অনুষ্ঠানে এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com