বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটিসহ সাপ্তাহিক ছুটিতে পাহাড় প্রিয়দের ভিড়ে মুখর হয়ে উঠেছে পর্যটন নগরী বান্দরবান। জেলার মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, তমাতুঙ্গীসহ সবগুলো দর্শনীয় স্থানে এখন পর্যটকের ভিড়। পাহাড়, নদী, ঝর্ণা আর প্রকৃতির অপরুপ রুপ দেখে মুগ্ধ পর্যটকরা।
পর্যটকরা যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে কোলাহল মুক্ত পরিবেশে পরিবার পরিজন, বন্ধু-বান্ধবদের নিয়ে পর্যটকরা চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। জেলার মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগীরি, নীল দিগন্তসহ বিভিন্ন দর্শনীয় স্থান এখন ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বন্ধের ছুটিতে বান্দরবানে ভ্রমণ করতে পেরে খুশি পর্যটকরা।
এদিকে পর্যটকদের আগমনে জেলার বেশিরভাগ হোটেল-মোটেল আর রিসোর্টগুলো ইতোমধ্যে শতভাগ বুকিং হয়ে গেছে, দীর্ঘদিন পরে এমন ভরপূর পর্যটন মৌসুমে খুশি পর্যটন ব্যবসায়ীরা।
বান্দরবান জেলা হোটেল-রিসোর্ট এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন জানান, বান্দরবানে ৩দিনের বন্ধকে ঘিরে প্রচুর পর্যটক আগমণ হচ্ছে আর পর্যটকদের পর্যাপ্ত সেবা দিতে আমরা বান্দরবান জেলা হোটেল-রিসোর্ট এসোসিয়েশন-এর নেতৃবৃন্দরা কাজ করে যাচ্ছি।
এদিকে পার্বত্য জেলা বান্দরবান ভ্রমণে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পয়েন্টে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।
ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোন-এর ইনচার্জ মো. মাহাবুবুর রহমান জানান, বান্দরবানে সারাবছরই পর্যটক এর আগমণ ঘটে আর যেকোন দিবস ও বন্ধে প্রচুর পর্যটক বান্দরবানের বিভিন্ন উপজেলার দর্শনীয় পয়েন্টগুলো ভ্রমনে ছুটে যায়। পর্যটকরা যাতে বান্দরবান ভ্রমণ করে আনন্দ উপভোগ করতে পারে সেজন্য ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোন সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে।