বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন ভালুকার উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম। বাংলাদেশের গণমানুষের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারের মাধ্যমে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে দেশ গড়ার প্রচেষ্টায় কৃতিত্বপূর্ন অবদান রাখায় তাকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪ প্রদান করা হয়।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। আমাকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি ও উপজেলা কৃষি কর্মকর্তা জন প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পুরস্কারের সম্মান ধরে রেখে যেন আগামীতেও ভাল কাজ করে যেতে পারি এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করছেন।
উল্লেখ, রোববার (২৭ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে যুক্ত হন। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।