মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধি ॥
বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক কর্মচারী ঐক্য ফেডারেশনের উদ্যোগে গত ১৮ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার বগুড়ার কৈচড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি তাঁর বক্তব্যে কারিগরি শিক্ষার প্রসারে শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জাকির হোসেন আকন্দ এবং কো-চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সামছুজ্জামান বিপ্লব।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম শাহীন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ শাফিউল আলম সরকার লিমন।
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই শতাধিক শিক্ষক প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন। এছাড়াও, সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।