শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

ফের এক মঞ্চে বলিউডের তিন খান

ছবি - সংগৃহীত

বিনোদন ডেস্ক:: বলিউডের জনপ্রিয় তিন অভিনেতা শাহরুখ খান, সালমান খান এবং আমির খানকে ফের একসঙ্গে দেখা গেল।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে বাণিজ্য ও বিনোদনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘জয় ফোরাম’-এ অংশ নিয়েছিলেন বলিউডের এই তিন খান।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিন খানের এই ছবি ঝড় তুলেছে। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় মিস্টার পারফেকশনিস্ট হিসেবে খ্যাত আমির খান বসে আছেন এবং পেছনে দাঁড়িয়ে মজা করছেন বলিউড কিং শাহরুখ ও ভাইজান সালমান। একটি ভিডিওতে আমির খানকে গানও গাইতে দেখা যায়। আর তাকে চিয়ার আপ করেন বলিউডের বাকি দুই খান।

রিয়াদের ওই অনুষ্ঠানে ভারতের তারকা ছাড়াও ৩০টির বেশি দেশ থেকে অতিথিরা অংশ নিয়েছেন। অতিথিদের তালিকায় ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্টও। বিস্টের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন শাহরুখ-আমির-সালমান। এক পোস্টে দেখা যায় বিস্টের একপাশে শাহরুখ এবং অন্যপাশে সালমান ও আমির খান দাঁড়িয়ে আছেন।

রিয়াদের বুলেভার্ড সিটির এসইএফ এরেনায় আরও ছিলেন বিশ্বের সবচেয়ে বড় রেসলিং প্রমোশন ডব্লিউডব্লিউই প্রেসিডেন্ট নিক খান, ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট, টেনিস তারকা নোভাক জকোভিচ, বাস্কেটবল কিংবদন্তী শাকিল ও নিল, স্কুইডগেম তারকা লিং জা ইও।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com