শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
মোঃ সাকিব ফেনী থেকে ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কাজী গোলাম কিবরিয়া বৃহস্পতিবার মহা সমারোহে মোটরসাইকেল শোডাউন করেছেন। শোডাউনকে ঘিরে পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মোটর শোভাযাত্রাটি বক্স মাহমুদ ঈদগাহ মাঠ থেকে যাত্রা শুরু করে ছাগলনাইয়া, মুন্সিরহাট ও পরশুরাম বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বক্স মাহমুদ এলাকায় সমাপ্ত হয়। শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণে শোভাযাত্রাটি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল করিম আকরাম এবং ফেনী জেলা সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া। তারা শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে শান্তিপূর্ণ নির্বাচন, সুস্থ রাজনৈতিক পরিবেশ ও জনসম্পৃক্ত প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।
প্রার্থী কাজী গোলাম কিবরিয়া বলেন, আমরা সুশাসন, ন্যায়ভিত্তিক সমাজ ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠায় মাঠে নেমেছি। জনগণের ভালোবাসাই আমাদের মূল শক্তি। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশবাসী সঠিক নেতৃত্ব বেছে নেবে এই প্রত্যাশা করি।