বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ফেনীর সিলোনিয়া বাজারে ফেনী-নোয়াখালী সড়কে সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তিনজন নিহত হয়েছে। এসময় আরও আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে একজনের নাম শ্রাবণ, অন্যজনের নাম শামীম আরা বেগম। তাদের বাড়ি জেলার দাগনভূঞা উপজেলায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, সুগন্ধা পরিবারের বাসটি ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় বাসিন্দারা বাসটি ও আহতদের উদ্ধার করে। পরে আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার মাহমুদ তিনজন নিহতের খবর নিশ্চিত করেছেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে কী কারণে এমন দুর্ঘটনা হতে পারে তা এখনো নিশ্চিত করে কেউ জানাতে পারেনি।